
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক থেকে আজকাল বহুদূরেই থাকেন অক্ষয় কুমার। বর্তমানে বলি-নায়িকাদের সঙ্গে 'বিশেষ সম্পর্কে' যেমন জড়ায় না তাঁর নাম তেমনই বলিপাড়ার কারও উদ্দেশ্যে গালমন্দ করতেও শোনা যায় না তাঁকে। বিতর্কিত চ্যাট শো 'কফি উইথ করণ'-এর প্রতি সিজনের অতিথি হয়ে কফি-কাউচে বসে কখনও কোনও বেফাঁস মন্তব্য করেননি 'খিলাড়ি'। অক্ষয়ের মুখ থেকে বলিউডের কারওর উদ্দেশ্যে কোনও কটাক্ষ শোনা যায়নি। অন্তত গত দেড় দশকে। কীভাবে এই অসাধ্যসাধন করেন অক্ষয়? কোন বিষয়টা মেনে চললে আপনিও অক্ষয়ের মতো বিতর্ক, ঝামেলা থেকে শত হস্ত দূরে থাকবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গোপন চাবিকাঠির সন্ধান দিলেন খোদ অক্ষয়।
এক সাক্ষাৎকারের মাঝে অক্ষয় বলেন, "চুপ করে থাকা অনুশীলন করা উচিত। বেশি কথা বলা কোনওভাবেই কাম্য নয়। কথা বলার ব্যাপারে সংবরণ করা শিখতে হবে, অভ্যাস করতে হবে। কারণ নানা চোটের থেকেও অনেক গভীরভাবে কাউকে আঘাত করা যায় স্রেফ কথা দিয়ে। 'মহাভারত' শুরু হয়েছিল পাণ্ডবদের উদ্দেশ্যে কৌরবদের বলা একটি বাক্য 'অন্ধের সন্তান'-এর মাধ্যমেই! তাই আমার মতে, কী বলছি না বলছি সেই ব্যাপারে ভীষণ সতর্ক থাকা উচিত একজন ব্যক্তির।" 'সূর্যবংশী'র এই কথা থেকেই স্পষ্ট নিজের জীবনে ঝামেলায় এড়াতে ঠিক কোন নীতি মেনে চলেন তিনি।
প্রসঙ্গত, এখন আর অ্যাকশন নয়, অন্য ধরনের গল্পের প্রতি ঝুঁকেছেন অক্ষয় কুমার। অ্যাকশন ছেড়ে কমেডির দিকে ঝুঁকেছেন 'খিলাড়ি'। জোর খবর, 'ভাগম ভাগ' ছবির স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয়। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই দমফাটা হাসির ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমার, গোবিন্দা এবং পরেশ রাওয়ালকে। ছিলেন রাজপাল যাদব, শক্তি কাপুর, জ্যাকি শ্রফের মতো তাবড় তাবড় অভিনেতারাও।
সূত্রের খবর, এবার এই কৌতুক ছবির সিক্যুয়েল বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অক্ষয়। এবং এও শোনা যাচ্ছে 'ভাগম ভাগ ২'তেও অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন গোবিন্দা। অন্যদিকে, প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে কিছুদিন আগেই 'ভূত বাংলো' ছবির ঘোষণা সেরেছেন অক্ষয়। ফলে, আশায় বুক বেঁধেছে অনুরাগীরা। তালিকায় রয়েছে 'হেরা ফেরি ৩', 'হাউজফুল ৫', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর মতো কমেডি সব ছবি।
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘পুষ্পক’-এ বাজতে পারত ‘রায়বাঁশি’! কীভাবে একটুর জন্য ফস্কে গিয়েছিল ছবিতে সত্যজিৎ-যোগ? প্রথমবার জানালেন কমল হাসান!
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?